Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০২২

খেলাধুলা সুবিধা

 

খেলাধুলা সুবিধা: শারীরিক সুস্থতা এবং মানসিক প্রস্তুতি যে কোন প্রশিক্ষণ কর্মসূচির কার্যকারিতার পূর্বশর্ত। শারীরিক প্রশিক্ষণ এবং খেলাধুলা বিপিএটিসির সকল প্রশিক্ষণ কর্মসূচিতে বাধ্যতামূলক করা হয়েছে। বিপিএটিসিতে শারীরিক ব্যায়াম, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, টেবিল টেনিস, টেনিস ইত্যাদি খেলাধুলার জন্য আধুনিক সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাসের চারপাশে ২.২ কি.মি. জগিং ট্র্যাক রয়েছে। প্রশিক্ষণার্থীবৃন্দ ক্যাম্পাসের চারপাশে সকাল/বিকেলে জগিং ট্র্যাকে হাঁটেন। কেন্দ্রে একটি সুইমিংপুল, একটি কাঠের মেঝে সম্বলিত ইনডোর গেমস্ হল এবং একটি জিমনেসিয়াম রয়েছে। জিমনেসিয়ামে ইলেকট্রনিক ট্রেডমিল, ম্যাসেজার, একসারসাইজ সাইকেলিং, মাল্টিস্টেশন একসারসাইজ মেশিন, ওয়েট ট্রেনিং এর পর্যাপ্ত সরঞ্জামাদি রয়েছে। এছাড়াও প্রশিক্ষণার্থীগণ ইনডোর গেমস্ হলে, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল খেলার সুযোগ পেয়ে থাকেন।

 

সম্প্রতি Sports Injury Management এর জন্য অত্যাধুনিক সুযোগ-সবিধা সম্বলিত একটি ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করা হয়েছে। ফিজিওথেরাপি সেবা প্রদানের জন্য দক্ষ ও অভিজ্ঞ পুরুষ ও মহিলা আলাদা-আলাদা লোকবল নিয়োজিত রয়েছে। এই সুবিধাগুলি প্রশিক্ষণার্থী ও অনুষদবৃন্দের শারীরিক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করেছে।

 

খেলার মাঠ, টেনিস কোর্ট, সুইমিংপুল, জিমনেসিয়াম ও ইনডোর গেমস্ হলে একই সাথে চার শতাধিক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হয়ে থাকে।