লাইব্রেরি এবং প্রশিক্ষণ সহায়তা (LTA)
গ্রন্থাগার এবং প্রশিক্ষণ সহায়তা (LTA) গবেষনা ও উপদেশনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ অনুবিভাগ। কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সহায়তা প্রদানের জন্য লাইব্রেরি ও প্রশিক্ষণ সহায়তা অনুবিভাগের অধীনে দুটি অধিশাখা রয়েছে:
(ক) ডকুমেন্টেশন এবং
(খ) অডিও ভিজ্যুয়াল ও রিপ্রোগ্রাফি।
ডকুমেন্টেশন অধিশাখার কার্যাবলী
কেন্দ্র কর্তৃক আয়োজিত প্রশিক্ষণসমূহের লক্ষ্য অর্জনে এই অধিশাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডকুমেন্টেশন অধিশাখার অধিনে লাইব্রেরির পাঠ্য সামগ্রী এবং কেন্দ্রের প্রশাসনিক ও প্রশিক্ষণ সংক্রান্ত সকল ধরণের ডকুমেন্ট এর হার্ড ও সফট কপি সংরক্ষণ করা হয় এবং সময় মতো সেবা প্রদান করা হচ্ছে।
বিপিএটিসি লাইব্রেরি
প্রাসঙ্গিক বই, জার্নাল, ম্যাগাজিন এবং অন্যান্য পাঠ্য সামগ্রী সংগ্রহ করা এবং পাঠকদের জন্য এগুলি প্রক্রিয়াকরণ করে যথাসময়ে খুঁজে বের করা এবং পড়ার উপযোগী করা লাইব্রেরির প্রধান কাজ। বর্তমানে লাইব্রেরিতে প্রায় ১,৩০,০০০ বই এবং ১০০টির মত সাময়িকী জার্নাল/ম্যাগাজিন রয়েছে। প্রতি বছর লাইব্রেরির জন্য উল্লেখযোগ্য বই, পত্র-পত্রিকা, ম্যাগাজিন সংগ্রহ করা হয়। এগুলোর পাশাপাশি এখানে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে বিনিময় কর্মসূচির মাধ্যমে অনেক বই, সাময়িকী, ম্যাগাজিন, প্রচলিত ও অপ্রচলিত গবেষণা প্রতিবেদন, বার্ষিক প্রতিবেদন এবং নিউজ লেটার সৌজন্য কপি হিসেবে গ্রহণ করা হয় ।
কেন্দ্রের লাইব্রেরিকে অটোমেশন এবং আরএফআইডি প্রযুক্তির আওতায় আনা হয়েছে। বর্তমানে অনলাইনে প্রায় ৫৭,০০০ বইয়ের শিরোনামের (১,০০,০০০ কপির বেশি) বইয়ের অনলাইন ক্যাটালগ সহজেই যেকোন স্থান থেকে অনুসন্ধান করা সম্ভব।
অতি সম্প্রতি লাইব্রেরিতে বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনের উপর “মুক্তিযুদ্ধ কর্নার” স্থাপন করা হয়েছে। এই কর্নারে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের এ সংক্রান্ত ইতিহাসের উপরে প্রায় ৩০০০ এর বেশি বই ও অন্যান্য দলিল দস্তাবেজ সংরক্ষণ করে রাখা হয়েছে।
ই-রিসোর্স সেবা
লাইব্রেরিতে ইউজিসি ডিজিটাল লাইব্রেরি কনসোর্টিয়ামের মাধ্যমে Emerald ও Jstor নামক বিশ্বব্যাপী জনপ্রিয় ই-রিসোর্স ডাটাবেজ সাবস্ক্রাইব করা হচ্ছে এবং Research4Life ডাটাবেজে নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে ৪০ হাজারের বেশি ই-জার্নাল ও ই-বুকে ফ্রি অ্যাকসেস সুবিধা রয়েছে।
এছাড়া, লাইব্রেরির দ্বিতীয় তলায় একটি ই-বুক কর্নার স্থাপন করা হয়েছে যেখানে Calibre নামক ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারে করে ডেস্কটপে ১০০ এর বেশি ই-বুক পড়ার সুবিধা রয়েছে।
ডিজিটাল রিপোজিটোরি সমৃদ্ধকরণ
কেন্দ্রের লাইব্রেরিতে বিশ্বমানের একটি রিপোজিটরি সফটওয়্যার মাধ্যমে ডিজিটাল ইনস্টিটিউশনাল রিপোজিটরি তৈরি করা হয়েছে যেখানে প্রায় ৭০০ এর বেশি বই, গবেষণা প্রতিবেদন, স্যুভেনির এবং গুরুত্বপুর্ন ডকুমেন্ট অনলাইনে পড়া এবং ডাউনলোডের জন্য স্ক্যান করে করা হয়েছে।
রেফারেন্স সার্ভিস
বিপিএটিসি লাইব্রেরীতে রয়েছে সমৃদ্ধ রেফারেন্স ভান্ডার। লাইব্রেরিতে ১৩৫টিরও বেশি শিরোনামের বিশ্বকোষের রয়েছে। এগুলো ছাড়াও বিপুল সংখ্যক রেফারেন্স-সম্পর্কিত বই লাইব্রেরিতে পাওয়া যায়। লাইব্রেরির সেবা দানের দায়িত্বরত কর্মচারীবৃন্দ পাঠকদের বিভিন্ন রেফারেন্স সেবা দিতে সদা প্রতিশ্রুতিবদ্ধ।
লাইব্রেরিতে পঠন ও পাঠ্যসামগ্রী লেনদেন সেবা
রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবারে কোন বিরতি ছাড়া বিকাল ৪.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত লাইব্রেরিতে অনুষদ সদস্য, প্রশিক্ষণার্থী এবং কর্মচারীবৃন্দকে এই শাখা থেকে পাঠ্যসামগ্রী লেনদেন এবং রেফারেন্স সেবা প্রদান করা হয় । প্রত্যেক অনুষদ সদস্য ১০ টি বই ধার করতে পারেন এবং একজন প্রশিক্ষণার্থী এক মাসের জন্য একবারে অনধিক ৪ টি বই ধার করতে পারেন।
অন্যান্য সেবা
পাঠকদের রেডি রেফারেন্স সেবার জন্য বিভিন্ন কোর্সের অমনিবাস, সেমিনার পেপার এবং স্যুভেনির সংরক্ষণ করা হয়ে থাকে। বিপিএটিসি লাইব্রেরি AMDISA এবং বাংলাদেশ সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএসটিডি) এর কর্পোরেট সদস্য।
অডিও-ভিজ্যুয়াল এবং রিপ্রোডাকশন (AVR) অধিশাখার কার্যক্রম
কেন্দ্রের একাডেমিক সেশন, সেমিনার, কর্মশালা ইত্যাদিতে অডিও ভিজুয়াল ও রিপ্রোগ্রাফি সংক্রান্ত প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য গ্রন্থাগারের অডিও-ভিজুয়াল অ্যান্ড রিপ্রোডাকশন (AVR) অধিশাখাটি সর্বাধুনিক AVR সরঞ্জাম দিয়ে সজ্জিত। এই অধিশাখার অধীনে দুইটি ইউনিট রয়েছে।
অডিও-ভিজ্যুয়াল ইউনিট
কেন্দ্রের একাডেমিক সেশন, সেমিনার, কর্মশালা, বিভিন্ন অনুষ্ঠান (ইনডোর এবং আউটডোর) ইত্যাদিতে সাউন্ড সিস্টেম, উন্নত ডিসপ্লে এবং মাল্টিমেডিয়া প্রযুক্তির মাধ্যমে সহায়তা প্রদান এবং ক্লাসরুম অ্যাটেন্ডেন্টদের মাধ্যমে সুষ্ঠুভাবে সেশন পরিচালনার জন্য সেবা প্রদান করা হয়। সেই সাথে সংশ্লিষ্ট সকল যন্ত্রাংশ রক্ষনাবেক্ষন এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়।
রিপ্রোগ্রাফি ইউনিট
এই শাখায় উন্নত মানের ফটোকপি ও ডুপ্লো যন্ত্রপাতির মাধ্যমে কেন্দ্রের সকল ফটোকপি ও ডুপ্লো সেবা দেয়া হয়। এছাড়া অন্যান্য শাখার ফটোকপি যন্ত্রাংশ এখান থেকে ব্যবস্থাপনা করা হয়। এই ইউনিট থেকে উন্নতমানের রঙিন ফটোকপি এবং প্রিন্ট সেবা প্রদান করা হয়।
ফটোগ্রাফি ইউনিট
এই ইউনিটে একজন ফটোগ্রাফারের মাধ্যমে কেন্দ্রের প্রশিক্ষণ এবং অন্যান্য কর্মসূচির ছবি নিয়মিতভাবে ধারণ করা হয় এবং ধারণকৃত ছবি, ভিডিও, অডিও অনলাইন ফটো আর্কাইভে সংরক্ষণ করা হয়।