Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০২৪

পলিসি, প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট কোর্স (পিপিএমসি)

 

পলিসি, প্ল্যানিং, এন্ড ম্যানেজমেন্ট কোর্সটি সরকারের অতিরিক্ত সচিবদের জ্ঞানের পরিধি নতুন মাত্রা সন্নিবেশনের লক্ষ্যে তৈরি করা হয়েছে যাতে তাঁরা জনবান্ধব সরকারি নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারেন। অধিকন্তু এ কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের নেতৃত্বে সরকারের বিভিন্ন বিষয়ভিত্তিক নীতিমালা গ্রহণের মাধ্যমে দরিদ্রজনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ প্রশিক্ষণটি ১২ দিনের একটি আবাসিক কোর্স যেখানে সাধারণত ১৫ থেকে ২০ জন অতিরিক্ত সচিব অংশগ্রহণ করে থাকেন। দুই পর্বে বিভক্ত এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণ বিপিএটিসির প্রশিক্ষণ পর্ব শেষে ৭ দিনের ওভারসিজ প্রশিক্ষণের সুযোগ লাভ করেন। বছরে সাধারণত ৩-৪টি প্রশিক্ষণ আয়োজন করা হয়ে থেকে। উল্লেখ্য, অতিরিক্ত সচিবদের জন্য এটি এটি কোর কোর্স হিসেবে বিবেচ্য।

উদ্দেশ্যাবলি:

উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহকে বাস্তবে রূপদানের লক্ষ্যে চালকের আসনের প্রতিষ্ঠিত হওয়ার সক্ষমতা অর্জনের জন্য সরকারের উচ্চপর্যায়ের সুশীলসেবকদের নেতৃত্বের উন্নয়ন সাধনই এ কোর্সের মূল উদ্দেশ্য. এছাড়াও:

  • বুদ্ধিৃবৃত্তিক উপাত্ত সরবরাহের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করা;
  •  দরিদ্রজনগোষ্ঠীর উন্নয়ন সাধনে নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নে প্রশিক্ষণার্থীদের সক্রিয় করে গড়ে তোলা;
  • সেক্টরাল নীতি গ্রহণের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করা।