Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০২৪

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (এফটিসি)

 

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (এফটিসি) বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারে নবনিযুক্ত কর্মকর্তাদের উন্নয়ন ও প্রশাসন সম্পর্কে একটি মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগবিধি ১৯৮১ অনুসারে ক্যাডারে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স বাধ্যতামূলক। এ প্রশিক্ষণ কোর্সটি এমনভাবে পরিকল্পনা করা যাতে প্রশিক্ষণার্থীগণ প্রশাসন ও উন্নয়ন সম্পর্কিত মৌলিক জ্ঞান, তাত্ত্বিক ধারণা, প্রশাসনিক বিধিবিধান, প্রক্রিয়া, পদ্ধতি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে। মোট ১৮০ দিনের এ কোর্সটি সম্পূর্ণ আবাসিক। সাধারণত মোট ৩০০ জন নবীন সিভিল সার্ভেন্ট এ কোর্সে অংশগ্রহণ করেন।

কোর্সের উদ্দেশাবলি:

  • আর্থ-সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত বিষয়সমূহ, পদ্ধতি, প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন;
  • জাতীয় ও আন্তর্জাতিক পরিবর্তন পরিসীমায় সুশীল সেবকদের দায়িত্বসমূহ সম্পর্কে সম্যক ধারণা অর্জন;
  • এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন, এসডিজি ও ২০৪১ সনের উন্নত বিশ্বের  রূপকল্প অর্জনের চ্যালেন্জসমূহ মোকাবিলার ক্ষেত্রে আন্তঃসংযোগ স্থাপন;
  • সরকারী নীতি, মৌলিক সেবাপ্রদান প্রতিশুতি, বিধিমালা, আইন ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা অর্জন করে তার প্রায়োগিক ব্যবহার নিশ্চিত করা;
  • সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যাসমূহ অনুধাবন, তাদের ভাগ্যোন্নয়নে কাজ করা;
  • তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সেবাসহজীকরণ করা;
  • পেশাদারিত্বের মাধ্যমে গবেষণা, প্রতিবেদন ও অন্যান্য দলিলাদি প্রস্তুত করা;
  • শুদ্ধ ও সাবলীলভাবে ইংরেজিতে যোগাযোগ স্থাপন; এবং
  • শারীরিকভাবে কর্মঠ হিসেবে নিজেকে গড়ে তোলা।