Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ সেপ্টেম্বর ২০২৪

আইসিটি সুবিধা

 

আইসিটি অনুবিভাগ

 

বিপিএটিসির কম্পিউটার সেকশন গবেষণা ও উপদেশেনা (আরএন্ডসি) বিভাগের একটি গুরুত্বপূর্ণ ইউনিট। এই সেকশনটি এই কেন্দ্রের আইসিটি ও ই-গভর্নেন্স কার্যক্রম পরিচালনা করে থাকে। এটি আইসিটি, ই-গভর্নেন্স, ডিজিটাল বাংলাদেশ এবং উদ্ভাবনের উপর প্রশিক্ষণ প্রদানে বিশাল অবদান রাখে। সেকশনে একজন সিস্টেম এনালিস্ট (পরিচালক স্তরের কর্মকর্তা) দ্বারা পরিচালিত হয়, যার সহায়তায় আছেন সহকারী সিস্টেম এনালিস্ট এবং প্রোগ্রামার (উপপরিচালক স্তরের কর্মকর্তা), ০৪ (চার) জন সহকারী প্রোগ্রামার (সহকারী পরিচালক স্তরের কর্মকর্তা)। এছাড়াও, এই সেকশনে ০২ (দুই) জন ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর, ০১ (এক) জন কম্পিউটার টাইপিস্ট এবং ০৬ (ছয়) জন ল্যাব অ্যাটেনডেন্ট কাজ করেন। এমডিএস (আরএন্ডসি) কম্পিউটার সেকশনের পরিচালিত আইসিটি এবং ই-গভর্নেন্স কার্যক্রমের তত্ত্বাবধান করেন।

 

  • ১০ বছর মেয়াদী বিপিএটিসি’র জন্যে “আইসিটি রোডম্যাপ” নামে আইটি মাস্টারপ্রান প্রণয়ন করা হয়েছে এবং রেক্টর মহোদয় কর্তৃক অনুমোদিত “আইসিটি রোডম্যাপ” বিপিএটিসি’র ওয়েব সাইটে আপলোড করা হয়েছে।
  1. আইসিটি রোডম্যাপ: স্বল্পমেয়াদী পরিকল্পনা (১-২বছর)

ক) হার্ডওয়্যার, নেটওয়ার্কিং এবং ইন্টারনেট সিস্টেম: স্বল্পমেয়াদী পরিকল্পনা;

খ) সফটওয়্যার এবং অনলাইন ব্যবস্থাপনা: স্বল্পমেয়াদী পরিকল্পনা;

গ) প্রশিক্ষণ এবং জনশক্তি: স্বল্পমেয়াদী পরিকল্পনা;

  1. আইসিটি রোডম্যাপ: মধ্য-মেয়াদী পরিকল্পনা (৩-৫ বছর)

ক) হার্ডওয়্যার, নেটওয়ার্কিং এবং ইন্টারনেট সিস্টেম: মধ্য-মেয়াদী পরিকল্পনা;

খ) সফটওয়্যার এবং অনলাইন ব্যবস্থাপনা: মধ্য-মেয়াদী পরিকল্পনা;

গ) প্রশিক্ষণ এবং জনশক্তি: মধ্যমেয়াদী পরিকল্পনা;

  1. আইসিটি রোডম্যাপ: দীর্ঘমেয়াদী পরিকল্পনা (৬-১০ বছর)

ক) হার্ডওয়্যার, নেটওয়ার্কিং এবং ইন্টারনেট সিস্টেম: দীর্ঘমেয়াদী পরিকল্পনা;

খ) সফটওয়্যার এবং অনলাইন ব্যবস্থাপনা: দীর্ঘমেয়াদী পরিকল্পনা;

গ) প্রশিক্ষণ এবং জনশক্তি: দীর্ঘমেয়াদী পরিকল্পনা;

 

  • তাছাড়া, দাপ্তরিক কাজে ল্যাপটপ, ডেস্কটপ ব্যবহার করছ্ Optical Fiber Backbone ব্যবহার করে কেন্দ্রের বিভিন্ন দাপ্তরিক ভবন, লাইব্রেরী এবং ক্যাফেটেরিয়া ও ডরমিটরীতে LAN স্থাপন করা হয়েছে। Optical Fiber Backbone ব্যবহার করে সমগ্র বিপিএটিসিতে বাংলাদেশের সবচেয়ে বড় Wi-Fi নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। বিপিএটিসি’র ১৫তলা বিশিষ্ট ডরমিটরীতে ফাইবার অপটিক ব্যাকবোন নেটওয়ার্ক ব্যবহার করে ওয়াই-ফাই এবং LAN এর আওতায় আনা হয়েছে।
  • নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম বৃদ্ধি করা (মাইক্রোসফট সিস্টেম সেন্টার, অ্যাক্টিভ ডিরেক্টরি, সিকিউরিটি সিস্টেম ইত্যাদি) হয়েছে ;
  • ডিজিটালাইজেশনের অংশ হিসেবে বিভিন্ন সফটওয়্যার ব্যবহারা করা হয়েছে ( সিস্টেম সেন্টার, কেন্দ্রের অনুষদ  ও প্রশিক্ষণার্থীদের জন্য অ্যাকটিভ ডাইরেকটরি এবং মাইক্রোসফ্‌ট সিস্টেম সেন্টার স্থাপন ও ইনস্টল, ERP, Turnitin, Zoom, ইত্যাদি।);
  • বিপিএটিসি’র Enterprise Resource Planning (ERP)-এর আওতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জন্য সিটিএমএস সফটওয়্যার কাস্টমাইজ করে বাস্তবায়ন করা হয়েছে। সিটিএমএস ব্যবহার করে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমন্বিত ফলাফল প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও বিপিএটিসি’র ERP-র আপগ্রেড ও কাস্টমাইজেশনের আওতায়- Online Registration Approval System, FTC Daily schedule update, E-mail & SMS notification চালু করা  হয়েছে। প্রতিদিনের সেশন হ্যান্ডআউট সফটওয়্যারে আপলোডের অপশন চালু করা হয়েছে যার মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ হ্যান্ডআউট ডাউনলোড করতে পারছেন। এছাড়া প্রশিক্ষণার্থীগণের জন্য এসাইনমেন্ট আপলোডের অপশন চালু করা হয়েছে।  
  • বিপিএটিসি’র ওয়েবসাইট (www.bpatc.gov.bd) ন্যাশনাল ওয়েব পোর্টালে যুক্ত করা হয়েছে। পূর্বের কনটেন্ট/ডকুমেন্টগুলো নতুন আঙ্গিকে তথ্যসমৃদ্ধ, বাংলা ও ইংরেজী ভাষায় হালনাগাদ করা হয়েছে। কেন্দ্রের অভ্যন্তরীণ সকল নোটিশ, অফিস আদেশ, কার্যবিবরণী, সাম্প্রতিক ইভেন্ট, ভিডিও টিওটেরিয়াল ইত্যাদি নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।
  • অনলাইন রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণ প্রক্রিয়া সহজ করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের (MoPA) ডাটাবেস থেকে BPATC ERP/ সফটওয়্যারে  প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ডেটা মাইগ্রেশন (পিপিএমসি, এসএসসি, এসিএডি, এফটিসি ইত্যাদির জন্য মনোনীত প্রশিক্ষণার্থীরা) করার কার্যক্রম চলামান। প্রশিক্ষণ ও গবেষণার Plagiarism দূরীকরনের জন্য Turnitin ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  
  • অনলাইনে প্রশিক্ষণ আয়োজন ও সভা/সেমিনার আয়োজনের জন্যে Zoom Education Licensed Software-এর ২০টি ‌ইউজার একাউন্ট ক্রয় করে ব্যবহার করা হচ্ছে।
  • কেন্দ্রে চলমান প্রশিক্ষণ কার্যক্রম ও শ্রেনীকক্ষে পাঠদান কার্যক্রম সরাসরি মনিটরিং-এর জন্যে শ্রেণীকক্ষ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি/আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসিটিভির জন্য প্রয়োজনীয় আইটি সাপোর্ট প্রদান করা হচ্ছে।
  • কেন্দ্রের e-GP, d-Nothi কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
  • উচ্চগতির LAN, Wi-Fi সুবিধাসহ নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতকল্পে বিটিসিএল হতে ৫০০Mbps ব্যান্ডউইথ ব্যবহার করা হয়। পাশাপাশি বিপিএটিসি’র Line Down হলে বিকল্প ব্যবস্থা হিসেবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা সচল রাখার স্বার্থে বেসরকারি প্রতিষ্ঠান হতে ৫০০ Mbps ব্যান্ডউইথ ব্যবহার করা হচ্ছে।
  •  বিটিসিএল এর বিপিএটিসি’র  (৫০০ Mbps) Line Down হলে, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা সচল রাখার স্বার্থে  বিকল্প ব্যবস্থা হিসেবে বেসরকারি প্রতিষ্ঠান  ব্যান্ডউইথ (৫০০ Mbps) ব্যবহার  করা হচ্ছে।  ফলে বিপিএটিসি’র কেন্দ্রীয় নেটওয়ার্ক ডিভাইস ও সার্ভার সমূহে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যান্ডউইথ প্রাপ্তি সহজ ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
  • Biometric হাজিরার মাধ্যমে কর্মকর্তা/কর্মচারীদের হাজিরা নিশ্চিতকরণে কারিগরি সহায়তা প্রদান।
  • Video কনফারেন্স, WhatsApp, Social Media চালুকরণ ও কারিগরি সহায়তা প্রদান।
  • প্রায় ২০০ সিসি ক্যামেরার মাধ্যমে সমগ্র বিপিএটিসি মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া এর মাধ্যমে রেক্টর মহোদয় যে কোন Session রুমে বসে Monitoring করতে পারে।