Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ডিসেম্বর ২০২৩

আইসিটি সুবিধা

 

বিপিএটিসি’র: ICT বিষয়ক সম্পাদিত কার্যাবলী:

  • কেন্দ্র কর্তৃক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, উচ্চতর প্রশাসন ও উন্নয়ন কোর্স এবং সিনিয়র স্টাফ কোর্সসহ অন্যান্য কোর্সের ২৯৭৮ জন প্রশিক্ষণার্থীকে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ প্রদান  করা হয়েছে।
  • দাপ্তরিক ব্যবস্থাপনায় e-nothi System চালুকরণ এবং বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রের ৮৫ জন কর্মকর্তা এবং ১৭৮ জন কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • Office Automation এর জন্য Customized Software (ERP) ব্যবহার বিষয়ে কেন্দ্রের ৬৫ জন কর্মকর্তা এবং ৮০ জন কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান।
  • কেন্দ্রের প্রশাসনিক কার্যক্রম দ্রুততার সাথে সম্পাদন এবং আইসিটি প্রশিক্ষণসহ কেন্দ্র পরিচালিত প্রশিক্ষণ কোর্সসমূহের সামগ্রিক মান বৃদ্ধির লক্ষ্যে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ গ্রহণ করা হয়েছে। বিটিসিএল হতে 350Mbps ইন্টারনেট ব্যান্ডউইথ এবং একটি বেসরকারি প্রতিষ্ঠান হতে Radio Link-এর মাধ্যমে 100 Mbps ব্যান্ডউইথসহ সর্বমোট 450Mbps ইন্টারনেট ব্যান্ডউইথ ক্রয় করা হচ্ছে। এতে প্রশাসনিক, প্রশিক্ষণ ও ই-নথি বাস্তবায়ন এবং Prezi-র মতো আধুনিক সফটওয়্যার ব্যবহার করে করা সম্ভব হচ্ছে।
  • বিপিএটিসি’র অফিস এলাকায় ফাইবার অপটিক ব্যাকবোন নেটওয়ার্ক ব্যবহার করে ওয়াই-ফাই এর আওতায় আনা হয়েছে। এছাড়া, কেন্দ্রের সবগুলো ডরমিটরি, লাইব্রেরিসহ প্রশিক্ষণের জন্যে ব্যবহৃত সকল এলাকায় ওয়াই-ফাই সিস্টেম নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ফলে কর্মকর্তা/কর্মচারী ও প্রশিক্ষণার্থীগণ প্রয়োজনে Local Area Network (LAN) Wi-Fi- উভয় সিস্টেমই ব্যবহার করতে পারছেন।
  • Asia Pacific Network Information Centre (APNIC), Australia হতে বিপিএটিসি’র জন্য ২৫৬টি Real IP Address ক্রয় করা হয়েছে। এর ফলে বিপিএটিসির ওয়েবসাইট এবং কেন্দ্রে ব্যবহৃত অনলাইন সার্ভিস ও অফিস অটোমেশনে প্রবেশগম্যতা বাড়বে, সার্ভারের ত্রুটি কমবে।
  • কেন্দ্রের Website (www.bpatc.gov.bd) নতুন আঙ্গিকে তথ্যসমৃদ্ধ ও আধুনিকায়ন করে চালু করা হয়েছে। কেন্দ্রের অভ্যন্তরীণ সকল নোটিশ, অফিস আদেশ, কার্যবিবরণী, সাম্প্রতিক ইভেন্ট, Video Tutorial ইত্যাদি নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।
  • প্রশিক্ষণ ও গবেষণা প্রকাশনায় Plagiarism দূরীকরণের জন্য Turnitin (Anti Plagiarism) সফ্‌টওয়্যার ব্যবহার করা হচ্ছে।
  • BPATC Official Facebook ও WhatsApp এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএটিসি সক্রিয় রয়েছে। এতে কেন্দ্রের কর্মচারিদের মধ্যে যোগাযোগ সহজ হয়েছে।
  • অনলাইনে প্রশিক্ষণ আয়োজন ও সভা/সেমিনার আয়োজনের জন্যে Zoom এর বাণিজ্যিক সংস্করণ ক্রয় করা হয়েছে। এছাড়া, Cisco Webex এর লাইসেন্স ভার্সন কেন্দ্রে আরপিএটিসিসহ বিভিন্ন সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে ভিডিও কনফারেন্সিং, ওয়ার্কশপ, অনলাইন ক্লাসের জন্যে ব্যবহার হচ্ছে।
  • কেন্দ্রে চলমান প্রশিক্ষণ কার্যক্রম ও শ্রেনীকক্ষে পাঠদান কার্যক্রম সরাসরি মনিটরিং করার জন্যে শ্রেণীকক্ষ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি/আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসিটিভির জন্য প্রয়োজনীয় আইটি সাপোর্ট প্রদান করা হচ্ছে।
  • কেন্দ্রের d-nothi/e-nothi & e-GP কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
  • কেন্দ্রের স্টাফ বাসসমূহে e-Ticketing চালু করা হয়েছে। এছাড়া, মেডিক্যাল সেন্টারের সেবাসমূহের জন্যে প্রয়োজনীয় ফী পরিশোধের জন্যে কিয়স্ক (Kiosk) স্থাপন করা হয়েছে।
  • বায়োমেট্রিক হাজিরার মাধ্যমে সকল কর্মকর্তা/কর্মচারীর হাজিরা নিশ্চিতকরণে কারিগরী সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
  • আরপিএটিসিসমূহ (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা), অন্যান্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও প্রয়োজনীয়তার নীরিখে সরকারী প্রতিষ্ঠানসমূহের সাথে ভিডিও কনফারেন্সিং প্রয়োজনীয় কারিগরি সহায়তা।
  • লাইব্রেরী অটোমেশন, ওয়েবসাইট এন্ড সফ্‌টওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটালাইজেশন অব ট্রেনিং এইড, লাইভ মনিটরিং সিস্টেম স্থাপন এবং অ্যাপ্লিকেশন সফ্‌টওয়্যারের আপডেটিং কার্যক্রম চলমান।
  • বুনিয়াদি প্রশিক্ষণসহ কোর্সের উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর অনলাইন উপস্থিতিসহ একাধিক অনলাইন অনুষ্ঠান আয়োজনের জন্যে প্রয়োজনীয় আইটি সহায়তা প্রদান করা হয়েছে।

বিপিএটিসি দাপ্তরিক কার্যক্রম ও প্রশিক্ষণ কাজে ব্যবহারের জন্য হার্ডওয়ার সামগ্রী-

  • ডেস্কটপ কম্পিউটার (উন্নত মডেলের)- ৫৬১টি
  • ল্যাপটপ কম্পিউটার  (উন্নত মডেলের)- ৫৮৭টি
  • প্রিন্টার-  ১৫৬টি
  • ইউপিএস (অনলাইন)- ৫৯টি
  • ইউপিএস (অফলাইন)- ২৬৩টি
  • স্ক্যানার- ১০৫টি
  • ডিজিটাল ডিসপ্লে মনিটর- ২টি
  • Live Monitoring System সিসি ক্যামেরা- ২৪০টি
  • Interactive Display বোর্ড- ২৩টি
  • Kiosk- ০৭টি
  • Touch Screen OPAC Kiosk- ০১টি
  • Single Lane Gate- ০১টি
  • Multi-Purpose Staff Station- ০৩টি
  • ডিজিটাল নোটিশ বোর্ড- ০১টি
  • ব্যানার ডিসপ্লে বোর্ড- ০১টি

 

বিপিএটিসি দাপ্তরিক কার্যক্রম ও প্রশিক্ষণ কাজে ব্যবহারের জন্য নেটওয়ার্ক সামগ্রী-

  • Data Centre- ‘সেন্ট্রাল সার্ভার ও নেটওয়ার্ক কন্ট্রোল সিস্টেম’ - ১টি
  • নেটওয়ার্ক সার্ভার ১৪টি
  • Video Surveillance Storage & RFID Server ৩টি
  • Library Management Server ০১টি
  • লোকাল এরিয়া নেটওয়ার্ক সংযোগ ৯৫১টি
  • Central Wi-Fi System ও উচ্চগতির ইন্টারনেট
  • ভিডিও কনফারেন্সিং সিস্টেম্‌স ০৭টি
  • APNIC IP 256 (1 lot)
  • Cisco Routers ০২টি, ২টি ডাটা সেন্টার ও ডিজিটাল বিপিএটিসি ও ৫টি আরপিএটিসি মোট ৯টি
  • Firewalls ০২টি, ২টি ডাটা সেন্টার ও ডিজিটাল বিপিএটিসি ও ৫টি আরপিএটিসি মোট ১০টি
  • Core Switch ০৩টি
  • Web Security Gateway ০২টি
  • Wireless Controller ০৪টি ২টি ডাটা সেন্টার ও ডিজিটাল বিপিএটিসি ও ৫টি আরপিএটিসি মোট ১০টি
  • Network Management Systems ০১টি
  • Server Switch ০২টি
  • DMZ Server Switch ০২টি
  • KVM Switch with Display ০৩টি
  • Distribution Switch (12 port) ০৪টি
  • Access Switch (24 port) ৬৪টি
  • Access Switch (8 port) ২১টি
  • Access Points ১৮৯টি

ERP (Enterprise Resource Planning)- (07 Customized Software)-

  1. Personnel Management Information System (PMIS);
  2. Computerized Training Management System (CTMS);
  3. Store Management System (SMS);
  4. Accounts and Finance Management System (A&FMS);
  5. Transport Management System (TMS);
  6. Dormitory Management System (DMS);
  7. Computer Equipment Management System (CEMS).

 

Other Software’s-

  1. e-Library;
  2. e-BJPA;
  3. e-Clinic Management Systems;
  4. Online Payment (Bus Ticket, Transport, Medical, Swimming Pool fees etc.);
  5. e-Learning Platform(ongoing);
  6. e-GP System;
  7. d-Nothi/e-Nothi;
  8. Turnitin (Plagiarism Software);
  9. Zoom Meeting- 20 users License;
  10. Cisco Webex Meeting- 01 user etc.

 

 



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon