Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd নভেম্বর ২০২২

আইটিসি সুবিধা

 

আন্তর্জাতিক প্রশিক্ষণ কমপ্লেক্স

 

উদ্দেশ্যঃ

বিপিএটিসি জনপ্রশাসন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। আন্তর্জাতিক প্রশিক্ষণ কমপ্লেক্স প্রতিষ্ঠার উদ্দেশ্য হলঃ

  • মানবসম্পদ উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক কর্মসূচির আয়োজন করা।
  • কর্মশালা, সেমিনার, সম্মেলন, বোর্ড মিটিং ইত্যাদি আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রোগ্রামগুলো সহজভাবে আয়োজনের সুযোগ তৈরি করা; এবং
  • বিভিন্ন অনুষ্ঠানে বিদেশী অংশগ্রহণকারীদের এবং দর্শনার্থীদের জন্য আবাসন সুবিধা প্রদান করা।

সুবিধাদিঃ  

চমৎকার নৈসর্গিক সৌন্দর্য সহ বিপিএটিসি-র আন্তর্জাতিক প্রশিক্ষণ কমপ্লেক্স প্রশিক্ষণ এবং বহুমাত্রিক প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়ে থাকে । পাশাপাশি এটি বিভিন্ন শিক্ষা সফর বা এই ধরণের কোন কার্যক্রমের প্রয়োজনেও ব্যবহার করা যায়। এটি একটি আধুনিক বিলাসবহুল কমপ্লেক্স, যেখানে সব ধরনের প্রশিক্ষণ আয়োজনের প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে। ভবনটিতে একটি গ্যালারি/মিনি অডিটোরিয়াম রয়েছে, যেখানে সেমিনার/ওয়ার্কশপ আয়োজনের ক্ষেত্রে ১০০ জন অংশগ্রহণকারীর বসার ব্যবস্থা রয়েছে। ভবনের ২য় তলায় ‘রেক্টর’স কনফারেন্স’ নামে ৫০-৬০ জনের ধারণক্ষমতার আধুনিক সুবিধা সম্বলিত একটি কনফারেন্স কক্ষ আছে। আধুনিক অডিও-ভিজ্যুয়াল সুবিধাসহ সাতটি শ্রেণী কক্ষ রয়েছে, যার ছোট কক্ষগুলোতে ৩০-৪০ জন এবং বড় গুলোতে ৮০-১০০ জন বসতে পারেন। এছাড়াও, ভবনের ১০ম তলায় ‘ক্যাডেন্স হল’ নামে একটি বড় অডিটোরিয়াম রয়েছে যার ধারণ ক্ষমতা প্রায় ২০০ জন। পাশাপাশি আইটিসি ভবনে নিয়মিত অনুষ্ঠিত কোর্স সমূহের জন্য একটি চমৎকার কোর্স অফিস, প্রশিক্ষণার্থীদের ব্যবহারের জন্য অত্যাধুনিক একটি কম্পিউটার ল্যাব আছে। এই ভবনের বর্ণনায় অন্যতম উল্লেখযোগ্য হল - কেন্দ্রের রেক্টর মহোদয়ের দৃষ্টিনন্দন অফিস কক্ষটি এই কমপ্লেক্সে অবস্থিত। রেক্টর মহোদয়ের অফিস কক্ষের সংলগ্ন স্থানে ভবনের ঠিক মাঝখানে গুল্ম জাতীয় উদ্ভিদ সজ্জিত চিত্তাকর্ষক বাগান রয়েছে, যেটি ‘ভিশন গার্ডেন’ নামে পরিচিত ।

আইটিসি-তে প্রশিক্ষণার্থী/অংশগ্রহণকারীদের জন্য আবাসিক সুবিধা রয়েছে। চমৎকারভাবে ডিজাইন করা ডাবল-সিট রুমগুলি আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সম্পূর্ণ সজ্জিত। আইটিসিতে আবাসিক কোর্সে অংশগ্রহণকারীদের জন্য এবং সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য খাবার সরবরাহ করার লক্ষ্যে সম্পূর্ণ সজ্জিত রান্নাঘর, ২ টি ডাইনিং, ৪ টি প্যান্ট্রি কক্ষ আছে। সর্বোপরি যেহেতু আইটিসি বিপিএটিসি-র একটি অংশ, এটিতে কেন্দ্রের সবধরণের সাধারণ সুযোগ-সুবিধা প্রদান করা হয়।  

প্রশিক্ষণার্থীদের জন্য ব্যবহারের পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আইটিসি ভবনের সুবিধাদি নির্ধারিত ভাড়া পরিশোধ করে বাণিজ্যিক/ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা যায় । ভাড়ার হার নিম্নরূপঃ

সুবিধার বিবরণ

প্রতিদিন ভাড়া (টাকায়)

ভিআইপি ডাবল রুম

২০০০/- + ২০% সার্ভিস চার্জ

ভিআইপি সিঙ্গেল রুম

১২০০/- + ১০% সার্ভিস চার্জ

কনফারেন্স সিস্টেম সহ কনফারেন্স রুম

১৫০০০/-+ ২০ % সার্ভিস চার্জ/ ১০,০০০ /- + ২০ % সার্ভিস চার্জ অর্ধেক দিনের জন্য এবং ১০০০/- + ২০ % সার্ভিস চার্জ পরবর্তী প্রতি ঘন্টার জন্য

ক্লাস রুম

৫০০০/- + ২০ % সার্ভিস চার্জ

সেমিনার রুম

৭০০০/- + ২০ % সার্ভিস চার্জ

মিনি অডিটোরিয়াম

১০,০০০/- +২০% সার্ভিস চার্জ

ডাইনিং

৩০০০/- + ২০% সার্ভিস চার্জ