বিপিএটিসি ক্লিনিক
অবস্হান : বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশাসন বিভাগের অধীনে ক্লিনিক একটি অধিশাখা। এটি কেন্দ্রের
বহুমুখী ভবন (ব্যাংক বিল্ডিং) এর নীচতলায় অবস্হিত। এখান থেকে প্রাথমিক স্বাস্হ্য পরিচর্যা সংক্রান্ত (Primary Health Care) স্বাস্হ্য সেবা প্রদান করা হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য: বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণকে চিকিৎসা সেবা,
পরামর্শ ও সহায়তা প্রদান করা। এছাড়াও কেন্দ্রে কর্মরত কর্মকর্তা/কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং বিপিএটিসি স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের স্বাস্হ্য সেবা প্রদান করা।
ক্লিনিক লোকবল: কেন্দ্রের ক্লিনিকে 4 জন মেডিকেল অফিসার , ২ জন ফিজিওথেরাপিস্ট (পুরুষ ও মহিলা), ১ জন উপসহকারী
কমিউনিটি মেডিকেল অফিসার, 1 জন ফার্মাসিস্ট, ৩ জন সিনিয়র স্টাফ নার্স, ১ জন কম্পাউন্ডার, ১ জন প্যাথলজী ল্যাব এটেন্ড্যান্ট ও 2 জন অফিস সহায়ক দায়িত্ব পালন করে থাকেন।
ক্লিনিক সময়সূচি: প্রতি কর্মদিবসে সকাল 0৮:00 টা থেকে রাত 09:00 টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লিনিক খোলা থাকে।
সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারী ছুটির দিনে ক্লিনিক বন্ধ থাকে। তবে ক্লিনিক বন্ধ থাকাকালিন অন কল ভিত্তিতে জরুরী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে ( জরুরী মোবাইল নম্বরঃ ০১৭২৩৯৬৬১১১)।
প্রদত্ত সেবাসমূহ :
- জেনারেল ফিজিশিয়ান বা ডাক্তার কর্তৃক বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান।
- ব্লাড প্রেসার, ওজন, উচ্চতা ইত্যাদি পরিমাপ করা।
- ক্লিনিকে মজুদ থাকা সাপেক্ষে প্রাথমিক ও জরুরী প্রয়োজনীয় ঔষধসমূহ বিনামূল্যে সরবরাহ করা (এক সাথে তিন দিনের ডোজ এর পরিমাণ ঔষধ প্রদান করা হয়)।
- পরিমিত কাটা, ছেঁড়া, ছোট ক্ষত ইত্যাদি ড্রেসিং ও সেলাই দেয়া।
- শ্বাসকষ্টজনিত রোগীর ক্ষেত্রে নেবুলাইজার প্রয়োগ করা।
- ক্লিনিকে একটি প্যাথলজী ল্যাব আছে। এখানে ডাক্তারের পরামর্শক্রমে এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ সাপেক্ষে নির্বাচিত কিছু রুটিন প্যাথলজী ও বায়োকেমিকেল টেস্ট (প্রায় ৩০ ধরণের ) করা যায়।
- অত্যাধুনিক আল্ট্রাসোনোগ্রাম মেশিনের সাহায্যে অভিজ্ঞ সোনোলজিস্ট দ্বারা আল্ট্রাসোনোগ্রাম করার ব্যবস্হা আছে। এক্ষেত্রে কেন্দ্রের মেডিকেল অফিসারের পরামর্শক্রমে অর্থ শাখায় ২৫০/-(দুইশত পঞ্চাশ) টাকা জমা দিয়ে স্লিপ নিতে হবে।
- প্রয়োজনীয় ক্ষেত্রে শিরার মাধ্যমে স্যালাইন, ইনজেকশন ইত্যাদি প্রয়োগ করা।
- স্বল্প সময়ের জন্য রোগীকে ক্লিনিকে রেখে পর্যবেক্ষণের ব্যবস্হা ।
- অতি জরুরী রোগীর ক্ষেত্রে অক্সিজেন, সাকশন ইত্যাদি দিয়ে রোগীকে স্হিতিশীল অবস্হায় আনা এবং প্রয়োজনে কেন্দ্রের এম্বুলেন্স দ্বারা উচ্চতর মানের হাসাপাতালে রোগীকে স্হানান্তর করা।
- বুনিয়াদী, এসিএডি ও সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীদের রুটিন মেডিকেল চেক-আপ করা।
- উপজেলা হেলথ কমপ্লেক্স এর সহযোগীতায় ইপিআই সিডিউল অনুযায়ী শিশুদের টিকা প্রদান করা।
- পরিবার পরিকল্পনা সেবা প্রদান।
- ফিজিওথেরাপি চিকিৎসা সেবাঃ দীর্ঘদিনের ক্রনিক (Chronic) ব্যাথা যেমন-কোমরে ব্যাথা, ঘাড়ে ব্যাথা, হাঁটু ব্যাথা ইত্যাদির জন্য ফিজিওথেরাপি একটি অত্যন্ত ফলপ্রসূ চিকিৎসা । এই ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদানের জন্য কেন্দ্রের ইনডোর গেমস হলের এনেক্স ভবনের দ্বিতীয় তলায় একটি ফিজিওথেরাপী ইউনিট রয়েছে। এটি প্রতি সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার বিকাল 03:৩০ টা থেকে সন্ধ্যা 06.৩০ টা পর্যন্ত খোলা থাকে। এ সময়ে দুইজন (একজন পুরুষ ও একজন মহিলা) ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট (খন্ডকালিন) উপস্হিত থেকে প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকেন।
- জরুরী সেবা মোবাইল নম্বরঃ রাত 9.00 টার পরে ও ছুটির দিনে ক্লিনিক বন্ধ থাকাকালিন (০১৭২৩৯৬৬১১১) এই নম্বরে ফোন করে জরুরী চিকিৎসা সহায়তা নেয়া যাবে।