Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০২৪

সেবা সুবিধাদি

 

 

ক্যাফেটেরিয়াঃ

বিপিএটিসিতে দুইতলা বিশিষ্ট পৃথক ভবনে পলাশ, শিমূল, গোলাপ, মল্লিকা ও জবা নামে ৫ টি ডাইনিং রয়েছে। এসকল ডাইনিং এ সম্মিলিত ভাবে ৭৫০ জনের বেশি ধারণক্ষমতা রয়েছে। কেন্দ্রে চলমান বিভিন্ন কোর্সের প্রশিক্ষনার্থীবৃন্দের ক্যাফেটেরিয়ার সুবিধাদি প্রদান করা হয়। ক্যাফেটেরিয়ার সকল ডাইনিং সুসজ্জিত ও পরিস্কার পরিচ্ছন্ন। এখানে সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার পরিবেশন করা হয়।

ক্র. নং.

ক্যাফেটেরিয়ার নাম

এসি/ননেসি

ধারণ ক্ষমতা (ব্যক্তি)

1.

পলাশ (নিচতলা)

এসি

৩০০

2

শিমূল (নিচতলা)

এসি

১০০

3.

গোলাপ (নিচতলা)

এসি

৩০

4.

মল্লিকা (দ্বিতীয় তলা)

এসি

৩০০

5.

জবা (দ্বিতীয় তলা)

নন এসি

৫০

6

রান্নাঘর (নিচতলা)

 

-

 

গেস্ট হাউজঃ বর্তমানে কেন্দ্রে গেস্ট হাউজ না থাকায় এই অংশ বাদ দেয়া যেতে পারে।