Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জানুয়ারি ২০২৩

মিশন, ভিশন ও কোর ভ্যালু

 

রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission) এবং কোর মূল্যবোধ (Core Values)

 

রূপকল্প (Vision)

          বিপিএটিসিকে জনস্বার্থে নিবেদিত, দেশপ্রেমিক দক্ষ ও পেশাদার জনসেবক গড়ে তোলার অনন্য কেন্দ্র (Centre of Excellence) হিসেবে প্রতিষ্ঠা করা।

 

অভিলক্ষ্য (Mission)

          দেশপ্রেমিক, দক্ষ ও পেশাদার জনসেবক গড়ে তোলার লক্ষ্যে মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান, গবেষণা পরিচালনা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নিমিত্ত দেশি-বিদেশি  খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সাথে কার্যকর অংশিদারিত্ব স্থাপন এবং জ্ঞান চর্চার সংস্কৃতিকে উৎসাহ প্রদান।

 

কোর মূল্যবোধ (Core Values)

          কেন্দ্রের সার্বিক কার্যক্রমে মহান মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রীয়  মূলনীতিসমূহ ধারণ এবং অংশীজনদের (stakeholders) মধ্যে এই মহান আদর্শ সঞ্চারিত করার লক্ষো সর্বাত্মক প্রয়াস চালানো হয়। শৃঙ্খলা (discipline), শুদ্ধাচার (integrity),  অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি (inclusiveness), পেশাদারিত্ব (professionalism), উদ্ভাবন (innovation), দলগত চেতনা (team spirit), ফলাফলমুখী শিক্ষা (learning for results) – এই অপরিহার্য মূল্যবোধসমূহ বিপিএটিসির যাবতীয় কার্যক্রমের চালিকা শক্তি। বিশ্বায়ন, প্রযুক্তিগত উন্নয়ন এর ফলে উদ্ভূত ও চ্যালেঞ্জ সমূহ মোকাবেলায় জনপ্রশাসনের সদস্যদের প্রস্তুত করে গড়ে তুলতে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিরলস কাজ করে চলেছে।