Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ডিসেম্বর ২০২৪

প্রকল্প পরিচিতি

 

প্রকল্প পরিচিতি

বিপিএটিসি’র প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি

 

(ক)

প্রকল্পের নাম

বিপিএটিসি’র প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প

(খ)

উদ্যোগী মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয়

(গ)

বাস্তবায়নকারী সংস্থা

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, বাংলাদেশ সেনাবাহিনী ও গণপূর্ত অধিদপ্তর।

(ঘ)

প্রকল্প অনুমোদনের তারিখ

(ক) মূল

:

২০ জুন/২০১৭ খ্রি: একনেক সভায়

 

 

(খ) ১ম সংশোধনী

:

 

০৮ জুন/২০২১ খ্রি: একনেক সভায়

(ঙ)

বাস্তবায়নকাল

মূল ডিপিপি

সংশোধিত আরডিপিপি

ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধি

:

:

:

জুলাই/২০১৭ হতে জুন/২০২০ খ্রি: পর্যন্ত

জুলাই/২০১৭ হতে জুন/২০২৩ খ্রি: পর্যন্ত

জুলাই/২০১৭ হতে জুন/২০২৫ খ্রি: পর্যন্ত

(চ)

প্রাক্কলিত ব্যয়

(১)

মূল ডিপিপি অনুযায়ী : ৮৫৯০০.০০ লক্ষ টাকা (জিওবি)

 

 

(২)

সংশোধিত ডিপিপি অনুযায়ী: ১২০৭৬০.৮০ লক্ষ টাকা (জিওবি)

 

(ছ)  প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রাঃ

 

উদ্দেশ্যঃ

 

  • বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কর্মকর্তাগণের বুনিয়াদি এবং সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তগণের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য বিপিএটিসি’র অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করা।

 

  • সরকারি কর্মকর্তাগণের উন্নতমানের প্রশিক্ষণ প্রদাণের জন্য বাংলাদেশের একটি সরকারি অত্যাধুনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘Center of Excellence’ হিসেবে বিপিএটিসি’র সামগ্রিক মান উন্নয়ন করা।

 

লক্ষ্যমাত্রাঃ

 

  • এক হাজার (১০০০) জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার উন্নতমানের আবাসন সুবিধা নিশ্চিত করা;
  • দুই হাজার পাঁচশত (২৫০০) জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার প্রশিক্ষণ প্রদানের জন্য আধুনিকমানের প্রশিক্ষণ শ্রেণীকক্ষ নির্মাণ করা;
  • দুই হাজার পাঁচশত (২৫০০)জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার সুন্দর পরিবেশে মানসম্পন্ন খাদ্য প্রস্তুত ও পরিবেশন নিশ্চিত করা;
  • প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও বিপিএটিসি’র কর্মকর্তা/কর্মচারিগণের উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করা;
  • প্রশিক্ষণার্থীদের সুন্দর ও মনোরম পরিবেশে শরীরচর্চার মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করা;
  • প্রশিক্ষণার্থীদের প্রাকৃতিক পরিবেশে চিত্তবিনোদনের সুযোগ সৃষ্টি করা;
  • বিপিএটিসি’র দূষণমুক্ত নির্মল পরিবেশ নিশ্চিত করা;  
  • রেক্টর, বিপিএটিসি’র উন্নতমানের আবাসনের ব্যবস্থা করা;
  • বিপিএটিসি’র নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সাবস্টেশন ভবন নির্মাণ;
  • লেক-বিউটিফিকেশনের মাধ্যমে বিপিএটিসি’র সৌন্দর্য্য বৃদ্ধি করা;
  • বাউন্ডারী ওয়ালসহ তিনটি নান্দনিক গেইট নির্মাণ করা।