Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জানুয়ারি ২০২৩

প্রকল্প পরিচিতি

 

বিপিএটিসি’র প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি

 

()

প্রকল্পের নাম

বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প

 

()

উদ্যোগী মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয়

()

বাস্তবায়নকারী সংস্থা

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকা (২০তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ও প্রশাসনিক ভবনটি নির্মিত হবে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এবং অন্যান্য স্থাপনাসমূহ নির্মিত হচ্ছে গণপূর্ত অধিদপ্তর)।

()

প্রকল্প অনুমোদনের তারিখ

(ক) মূল

:

২০ জুন/২০১৭ খ্রি: একনেক সভায়

 

 

(খ) ১ম সংশোধনী

:

 

০৮ জুন/২০১৭ খ্র: একনেক সভায়

()

বাস্তবায়নকাল

মূল ডিপিপি

সংশোধিত আরডিপিপি

:

:

 

জুলাই/২০১৭ হতে জুন/২০২০ খ্রি: পর্যন্ত

জুলাই/২০১৭ হতে জুন/২০২৩ খ্রি: পর্যন্ত

 

()

প্রাক্কলিত ব্যয়

(১)

মূল ডিপিপি অনুযায়ী : ৮৫৯০০.০০ লক্ষ টাকা (জিওবি)

 

 

(২)

সংশোধিত ডিপিপি অনুযায়ী: ১২০৭৬০.৮০ লক্ষ টাকা (জিওবি)

           

 

(ঞ)  প্রকল্পের প্রধান লক্ষ্যমাত্রাঃ

ক)  ১৫ তলা ডরমিটরি ভবন নির্মাণের মাধ্যমে এক হাজার (১০০০) জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার উন্নতমানের আবাসন সুবিধা নিশ্চিত করা;

খ)  ২০তলা একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণের মাধ্যমে দুই হাজার পাঁচশত (২৫০০) জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার প্রশিক্ষণ প্রদানের জন্য আধুনিক মানের প্রশিক্ষণ শ্রেণীকক্ষ নির্মাণ করা;

গ)  ৫ তলা বিশিষ্ট ক্যাফেটেরিয়া ভবন নির্মাণের মাধ্যমে দুই হাজার পাঁচশত (২৫০০)জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার সুন্দর পরিবেশ মানসম্পন্ন খাদ্য প্রস্তুত ও পরিবেশন নিশ্চিত করা;

ঘ)  ১০ শয্যাবিশিষ্ট ৪ (চার) তলা মেডিকেল ক্লিনিক নির্মাণের মাধ্যমে প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও বিপিএটিসি’র কর্মকর্তা/কর্মচারিগণের উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করা;

ঙ)  ২ (দুই)তলা বিশিষ্ট সাব-ষ্টেশন নির্মাণ করে নিরবিচ্ছিন্ন বৈদুত্যিক সুবিধা প্রদান করা;

চ)  এসটিপি ও ডব্লিউএমপি নির্মাণের মাধ্যমে বিপিএটিসি’তে দূষিত ও আবজর্নামুক্ত পরিবেশ নিশ্চিত করা;

ছ)  ২.২ কিলোমিটার জগিং ট্র্যাক নির্মাণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সুন্দর ও মনোরম পরিবেশে শরীরচর্চার সুস্বাস্থ্য নিশ্চিত করা;

জ)  ২ (দুই) তলা বিশিষ্ট ভবন নির্মাণ করে রেক্টর, বিপিএটিসি’র জন্য উন্নতমানের আবাসনের ব্যবস্থা করা;

ঝ)  লেক-বিউটিফিকেশন এর মাধ্যমে কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধি করা;

ঞ)  কেন্দ্রের চতুর্দিকে বাউন্ডারি ওয়ালসহ আকর্ষনীয় গেট নির্মাণের মাধ্যমে বিপিএটিসিকে সুরক্ষতি করা;