জনাব সাঈদ মাহবুব খান, রেক্টর, বিপিএটিসি
জনাব সাঈদ মাহবুব খান বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিস) এর রেক্টর (সরকারের সচিব) হিসেবে ৩০ মে ২০২৪ তারিখ যোগদান করেন। বিপিএটিসি’র রেক্টরের দায়িত্ব গ্রহনের পূর্বে তিনি অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় হতে পাবলিক পলিসি’র উপর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ত্রয়োদশ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে চাকুরীতে যোগদান করেন। এছাড়াও মাঠ প্রশাসনে বিভিন্ন পদে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, তিনি মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং দুর্নীতি দমন কমিশনে দায়িত্ব পালন করেন।
মাঠ প্রশাসনে দায়িত্ব পালন:
তিনি সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটিতে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দুপচাচিঁয়া, বগুড়া এবং বন্দর, নারায়ণগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নারায়ণগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। এছাড়াও তিনি গাজীপুর জেলায় রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বরিশাল জেলার গৌরনদী এবং ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় কর্মরত ছিলেন। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক, কুমিল্লা এবং উপপরিচালক, স্থানীয় সরকার, কুমিল্লা হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
মন্ত্রণালয় ও সংস্থা পর্যায়ে দায়িত্ব পালন:
তিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ও যুগ্মসচিব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
দেশে গৃহীত প্রশিক্ষণসমূহ:
তিনি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, উচ্চতর প্রশাসন ও উন্নয়ন কোর্স (এসিএডি), সিনিয়র স্টাফ কোর্স (এসএসসি), পলিসি প্লানিং এন্ড ম্যানেজমেন্ট কোর্স (পিপিএমসি) সম্পন্ন করেন। এছাড়াও বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) একাডেমি, শাহবাগ, ঢাকায় আইন ও প্রশাসন প্রশিক্ষণ; ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ঢাকায় সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ; বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) একাডেমি, শাহবাগ, ঢাকা হতে উপজেলা নির্বাহী অফিসারদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন করেন।
বিদেশে গৃহীত প্রশিক্ষণ, ওয়ার্কশপ, স্টাডি ট্যুর ও অন্যান্য –
ভারতে অনুষ্ঠিত “Mid-Career Training Programme on Field Administration for Civil Servants of Bangladesh” শীর্ষক প্রশিক্ষণ, ভারতের CBI-তে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ এবং তিনি ইংল্যান্ডে নেগোশিয়েশন বিষয়ক কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ওয়ার্কশপ, সেমিনার ও স্ট্যাডি ট্যুরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক ভ্রমণ করেন।