Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd August ২০২৩

ডরমিটরী সুবিধা

বিপিএটিসি বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থী/অংশগ্রহণকারীদের জন্য ০৩ (তিন)টি ডরমিটরী পরিচালনা করে। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের জন্য ১৫তলা বিশিস্ট একটি ডরমিটরী, ৮ম তলা বিশিষ্ট একটি ডরমিটরী (শাপলা)এবং পিপিএমসি, এসএসসি ও এসিএডি কোর্সে অংশগ্রহণকারীদের আবাসনের জন্য আন্তর্জাতিক ট্রেনিং কমপ্লেক্স ভবনে সু-ব্যবস্থা রয়েছে। সকল ডরমিটরী বিপিএটিসি ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। সকল ডরমিটরীর আসন সক্ষমতায় সর্বোচ্চ ১২৯০ জন প্রশিক্ষণার্থীর আবাসনের ব্যবস্থা করা যায়। উক্ত ডরমিটরীসমূহের কক্ষ সংখ্যা ও কক্ষের ধরনের বিবরণী নিম্নরূপঃ

 

ডরমিটরীর নাম

কোর্সের নাম

কক্ষের ধরণ

কক্ষ সংখ্যা

আসন সংখ্যা

যার জন্য সংরক্ষিত

১৫তলা বিশিষ্ট ডরমিটরী

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স

স্ট্যান্ডার্ড টুইন

৫০০টি

২টি

নারী/পুরুষ প্রশিক্ষণার্থী

ডরমিটরী-২ (শাপলা)

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স

স্ট্যান্ডার্ড টুইন

৮৮টি

২টি

পুরুষ প্রশিক্ষণার্থী

আইটিসি (আন্তর্জাতিক ট্রেনিং কমপ্লেক্স)

পিপিএমসি, এসএসসি ও এসিএডি

ডিলাক্স টুইন

৫৫টি

২টি

নারী/পুরুষ প্রশিক্ষণার্থী

ভিআইপি

০৪টি

১টি

নারী/পুরুষ প্রশিক্ষণার্থী

 

অন্যান্য সুযোগ-সুবিধার বিবরণঃ

১। একটি শিশু যত্ন কেন্দ্র।

২। WiFi ইন্টারনেট সংযোগ।

৩। সুপরিসর কম্পিউটার ল্যাব।

৪। লন্ড্রি সেবা।

৫। অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা।

৬। সকল কক্ষে ব্যক্তিগত ব্যালকনির ব্যবস্থা।

৭। আইটিসি ডরমিটরীতে প্রতি কক্ষে একটি করে টিভি।

৮। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জন্য ব্যবহৃত ডরমিটরীতে প্রতিটি ফ্লোরে টিভি কক্ষ।

৯। গরম পানি সরবরাহের জ্য গীজারের ব্যবস্থা।

১০। নামাজ কক্ষ।

 

বিপিএটিসি সর্বোত্তম সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে প্রশিক্ষণার্থী/অংশগ্রহণকারীদের নিশ্চিন্তে ও আরামদায়ক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।