Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০২২

প্রশিক্ষণ কার্যক্রম (বিপিএটিসি)

 

প্রশিক্ষণ কার্যক্রম

 

প্রশিক্ষণ কার্যক্রমসমূহ মূলত দুটি ভাগে বিভক্তঃ (১) কোর কোর্স এবং (২) সংক্ষিপ্ত বিশেষায়িত কোর্স। কোর্স কোর্সসমূহ মেয়াদ সাধারণত ১০ থেকে ২৬ সপ্তাহব্যাপি এবং সরকারী কর্মচারীদের ক্যারিয়ারের সাথে সম্পর্কিত। অন্যদিকে, সংক্ষিপ্ত বিশেষায়িত কোর্সগুলোর ১-৪ সপ্তাহ মেয়াদি হয়ে থাকে। কোর কোর্সে তাত্ত্বিক এবং প্রায়োগিক বিষয়সমূহ প্রাধান্য পায়। অপরপক্ষে, সংক্ষিপ্ত কোর্সসমূহে সুনির্দিষ্ট প্রশিক্ষণ-প্রত্যাশীদের দক্ষতা বৃদ্ধিতে জোর দেয়া হয়।

কেন্দ্রে বছরভিত্তিক প্রশিক্ষণ বর্ষপঞ্জি প্রকাশ করা হয়। এতে প্রশিক্ষণ কোর্স, ওয়ার্কশপ এবং সেমিনার আয়োজনের বিশদ পরিকল্পনা উল্লেখ থাকে। প্রতিবছর গ্রাহকদের চাহিদা এবং দ্রুত পরিবর্তনীয় পারিপার্শ্বিকতার আলোকে নতুন কোর্স, সেমিনার বা ওয়ার্কশপ অন্তর্ভূক্ত করে বর্ষপঞ্জি হালনাগাদ করা হয়। কেন্দ্রে পরিচালিত উল্লেখযোগ্য কোর্সসমূহ নিম্নরূপঃ

পলিসি, প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট কোর্স (পিপিএমসি):

পলিসি, প্ল্যানিং, এন্ড ম্যানেজমেন্ট কোর্সটি সরকারের অতিরিক্ত সচিবদের জ্ঞানের পরিধি নতুন মাত্রা সন্নিবেশনের লক্ষ্যে তৈরি করা হয়েছে যাতে তাঁরা জনবান্ধব সরকারি নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারেন। অধিকন্তু এ কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের নেতৃত্বে সরকারের বিভিন্ন বিষয়ভিত্তিক নীতিমালা গ্রহণের মাধ্যমে দরিদ্রজনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ প্রশিক্ষণটি ১২ দিনের একটি আবাসিক কোর্স যেখানে সাধারণত ১৫ থেকে ২০ জন অতিরিক্ত সচিব অংশগ্রহণ করে থাকেন। দুই পর্বে বিভক্ত এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণ বিপিএটিসির প্রশিক্ষণ পর্ব শেষে ৭ দিনের ওভারসিজ প্রশিক্ষণের সুযোগ লাভ করেন। বছরে সাধারণত ৩-৪টি প্রশিক্ষণ আয়োজন করা হয়ে থেকে। উল্লেখ্য, অতিরিক্ত সচিবদের জন্য এটি এটি কোর কোর্স হিসেবে বিবেচ্য।

উদ্দেশ্যাবলি:

উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহকে বাস্তবে রূপদানের লক্ষ্যে চালকের আসনের প্রতিষ্ঠিত হওয়ার সক্ষমতা অর্জনের জন্য সরকারের উচ্চপর্যায়ের সুশীলসেবকদের নেতৃত্বের উন্নয়ন সাধনই এ কোর্সের মূল উদ্দেশ্য. এছাড়াও:

  1. বুদ্ধিৃবৃত্তিক উপাত্ত সরবরাহের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করা;
  2. দরিদ্রজনগোষ্ঠীর উন্নয়ন সাধনে নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নে প্রশিক্ষণার্থীদের সক্রিয় করে গড়ে তোলা;
  3. সেক্টরাল নীতি গ্রহণের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করা।

 

 

সিনিয়র স্টাফ কোর্স (এসএসসি):

সিনিয়র স্টাফ কোর্স সরকারের যুগ্ম-সচিব ও যুগ্ম-সচিব পর্যায়ের বাংলাদেশ পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয়, কর ও ডিফেন্স সার্ভিসের কর্মকর্তাদের জন্য পরিচালিত একটি কোর্স যার মূল উদ্দেশ্য হচ্ছে এ পর্যায়ের কর্মকর্তাদের এনালাইটিকাল স্কিল বৃদ্ধি করা । মোট ১০দিনের ফরেন ওভারসিজ প্রশিক্ষণসহ কোর্সটি মূলত ৫৫ দিনের যেখানে প্রতি ব্যাচে ২৫-৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে থাকে। কোর্সটি সম্পূর্ণ আবাসিক।

উদ্দেশ্যাবলি:

সামগ্রিকভাবে সমসাময়িক দেশীয় ও আন্তর্জাতিক বিষয়সমূহ দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে  ব্যবহার করার জন্য প্রশিক্ষণার্থীদের যোগ্যতা বৃদ্ধি করাই  এ কোর্সের মূল উদ্দেশ্য। এছাড়াও রয়েছে:

  1. প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক, আর্থনীতিক, সাংস্কৃতিক, পরিবেশগত ঘটন-অনুঘটনসমূহকে বিশ্লেষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা;
  2. বাস্তবভিত্তিক সমস্যা-সমাধান, সিদ্ধান্তগ্রহণ ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা;
  3. সিদ্ধান্তগ্রহণ ও অন্যান্য অংশীজনের সাথে পারস্পারিক যোগাযোগের মাধ্যমে বুদ্ধিভিত্তিক চর্চাকে শাণিত করা;
  4. উদ্ভাবনী সুশাসনকে উৎসাহ প্রদান ও প্রতিপালন করা।

 

 

উচ্চতম প্রশাসন ও উন্নয়ন কোর্স (এসিএডি)

উচ্চতার প্রশাসন ও উন্নয়ন (এসিএডি) কোর্সটি মূলত সরকারের উপসচিব ও উপসচিব পর্যায়ের বাংলাদেশ পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয়, কর ও ডিফেন্স সার্ভিসের কর্মকর্তাদের জন্য পরিচালিত একটি কোর্স। যার মূল উদ্দেশ্য হচ্ছে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাঁদের উপর অর্পিত দায়িত্ব  সূচারুরূপে সম্পন্ন করা। মোট ১০দিনের ওভারসিজ প্রশিক্ষণসহ কোর্সটি মূলত ৭০ দিনের যেখানে প্রতি ব্যাচে ২৫-৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে থাকে। কোর্সটি সম্পূর্ণ আবাসিক।

উদ্দেশসমূহ:

  1. দেশের ও আন্তর্জাতিক বিষয়সমূহ পর্যালোচনার মাধ্যমে  সরকারের নীতি প্রণয়ন প্রক্রিয়াকে সহায়তা করা এবং সেই সব নীতিসমূহ সঠিকভাবে বাস্তবায়ন, মনিটর, মূল্যায়ন করা;
  2. সংগঠনের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশগত বিষয়সমূহ পর্যালোচনার মাধ্যমে স্ট্রাটেজিক প্ল্যান তৈরি ও বাস্তবায়ন টুলস এন্ড টেকনিক তৈরি করা;
  3. চলমান সেবাপ্রদান পদ্ধতিসমূহকে পর্যালোচনা করে বাস্তবভিত্তিক, উদ্ভাবনীমূলক সেবাপ্রদানে কার্যকর পদ্ধতি গ্রহণ;
  4. দেশের উন্নয়নে কার্যকরী উন্নয়ন প্রকল্পগ্রহণ, বাস্তবায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিশ্চিত করা; এবং
  5. আন্তঃপ্রাতিষ্ঠানিক ও বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখা এবং প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় স্বার্থ সমুন্নত রাখা।

 

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (এফটিসি)

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারে নবনিযুক্ত কর্মকর্তাদের উন্নয়ন ও প্রশাসন সম্পর্কে একটি মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগবিধি ১৯৮১ অনুসারে ক্যাডারে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স বাধ্যতামূলক। এ প্রশিক্ষণ কোর্সটি এমনভাবে পরিকল্পনা করা যাতে প্রশিক্ষণার্থীগণ প্রশাসন ও উন্নয়ন সম্পর্কিত মৌলিক জ্ঞান, তাত্ত্বিক ধারণা, প্রশাসনিক বিধিবিধান, প্রক্রিয়া, পদ্ধতি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে। মোট ১৮০ দিনের এ কোর্সটি সম্পূর্ণ আবাসিক। সাধারণত মোট ৩০০ জন নবীন সিভিল সার্ভেন্ট এ কোর্সে অংশগ্রহণ করেন।

কোর্সের উদ্দেশাবলি:

  1. আর্থ-সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত বিষয়সমূহ, পদ্ধতি, প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন;
  2. জাতীয় ও আন্তর্জাতিক পরিবর্তন পরিসীমায় সুশীল সেবকদের দায়িত্বসমূহ সম্পর্কে সম্যক ধারণা অর্জন;
  3. এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন, এসডিজি ও ২০৪১ সনের উন্নত বিশ্বের  রূপকল্প অর্জনের চ্যালেন্জসমূহ মোকাবিলার ক্ষেত্রে আন্তঃসংযোগ স্থাপন;
  4. সরকারী নীতি, মৌলিক সেবাপ্রদান প্রতিশুতি, বিধিমালা, আইন ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা অর্জন করে তার প্রায়োগিক ব্যবহার নিশ্চিত করা;
  5. সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যাসমূহ অনুধাবন, তাদের ভাগ্যোন্নয়নে কাজ করা;
  6. তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সেবাসহজীকরণ করা;
  7. পেশাদারিত্বের মাধ্যমে গবেষণা, প্রতিবেদন ও অন্যান্য দলিলাদি প্রস্তুত করা;
  8. শুদ্ধ ও সাবলীলভাবে ইংরেজিতে যোগাযোগ স্থাপন; এবং
  9. শারীরিকভাবে কর্মঠ হিসেবে নিজেকে গড়ে তোলা।

 

 

 

অনুষদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিঃ

বিপিএটিসিতে মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমের উদ্দেশ্যে অনুষদ সদস্যদের প্রশাসনিক জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর জন্যে গুরুত্বারোপ করা হয়ে থাকে। এলক্ষ্যে বিপিএটিসির নিজস্ব কর্মচারিগণ বুনিয়াদি প্রশিক্ষণ, গবেষণা পদ্ধতি, আর্থিক ব্যবস্থাপনা, ইংরেজি ভাষা, আইটি ও ই-গভর্নেন্সসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। বিপিএটিসি ছাড়াও দেশের অন্য স্বনামধন্য প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানেও বিপিএটিসির অনুষদ সদস্যগণ প্রশিক্ষণে অংশ নেন।

সূচনালগ্ন থেকে বিপিএটিসির অনুষদ সদস্যগণকে লোক-প্রশাসন, উন্নয়ন অর্থনীতি, মানবসম্পদ উন্নয়ন, দূর্যোগ ব্যবস্থাপনা, গ্রামীন উন্নয়ন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, জননীতি বিশ্লেষণ ইতাদি বিষয়ে বিদেশি প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ ও ডিগ্রী অর্জনের জন্যে প্রেরণ করা হচ্ছে। কেন্দ্রের অধিকাংশ অনুষদ সদস্য পিএইচডি, মাস্টার্স এবং স্বল্প মেয়াদি প্রশিক্ষণ গ্রহণের জন্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন।

 

আবাসন সুবিধাদিঃ

বিপিএটিসিতে আয়োজিত অধিকাংশ প্রশিক্ষণ কোর্সই আবাসিক। প্রশিক্ষণার্থীদের আবাসনের সুবিধার্থে কেন্দ্রে মোট ০৩ (চার)টি ডরমিটরি পরিচালনা করা হয়। এর মধ্যে ০২টি ডরমিটরি বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জন্যে (একটি পুরুষ ও একটি মহিলা প্রশিক্ষণার্থীদের জন্যে)। এছাড়া, আইটিসি ভবনের ডরমিটরিতে এসিএডি, এসএসসি এবং পিপিএমসি কোর্সের প্রশিক্ষণার্থীগণ অবস্থান করেন।

ডমিটরিতে প্রাপ্ত সুবিধাদিঃ

  • বিনা ভাড়ায় প্রশিক্ষণার্থীদের আবাসন সুবিধা
  • উন্নতমানের আবাসন সুবিধা; দৈনিকভিত্তিতে হাউজকিপিং
  • সর্বত্র ওয়াইফাই এর মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ
  • রুমে গরম পানির সুব্যবস্থা
  • অগ্নিনির্বাপনসহ সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা
  • বাচ্চাসহ মায়েদের সুবিধার্থে বিনামূল্যে ডে-কেয়ার সেন্টার
  • সার্বক্ষণিক রুম সার্ভিস


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon