Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd নভেম্বর ২০২২

বিপিএটিসি পরিচিতি

বিপিএটিসি পরিচিতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণের লক্ষ্যে সদ্য স্বাধীন দেশের প্রয়োজনীয় মানব সম্পদের চাহিদা পূরণার্থে দ্রুত এবং টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে সক্ষম একদল দক্ষ, গতিশীল, জনমুখী  সর্বোপরি দেশ মাতৃকার সেবায় অঈীঁকারাবদ্ধ সরকারী কর্মচারী গড়ে তোলার লক্ষ্যে তদানীন্তন চারটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ (বিএসসি), ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (নিপা), সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমি (কোটা), স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (এসটিআই) একীভূত করে ১৯৮৪ সালের ২৮ শে এপ্রিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান (Statutory Organisation) হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)।

 

          সরকারি কর্মচারিগণকে যুগোপযোগী, কার্যকর, অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অঈীঁকারাবদ্ধ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দেশের এই শীর্ষ স্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে লোক-প্রশাসন, উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), অফিস ব্যবস্থাপনা, জেন্ডার ও উন্নয়ন, আর্থ ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা ‘Conflict Management and Negotiation’, e-Governance, Total Quality Management (TQM), প্রশিক্ষক প্রশিক্ষণ (ToT) ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া, জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে সেমিনার এবং কর্মশালার আয়োজন করা হয়ে থাকে।

          জাতীয় উন্নয়নে দক্ষ, প্রজ্ঞাবান এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের গুরুত্ব অনস্বীকার্য। একথা অনস্বীকার্য যে নেতৃত্ব গুণাবলী শুধুমাত্র জন্ম সূত্রে অর্জন সম্ভব নয় এবং শিক্ষা ও চর্চার মাধ্যমে এর উৎকর্ষ, বিকাশ সম্ভব। জাতীয় উন্নয়ন পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রাসঙ্গিক আর্থ-সামাজিক, রাজনৈতিক, পরিবেশগত এবং সাংগঠনিক বিষয়াদি সম্পর্কে দেশের ভবিষ্যৎ নেতা এবং নীতি নির্ধারক ও বাস্তবায়নকারীদের যথাযথ তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান-দক্ষতার বিকাশ সাধন এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। দক্ষতা, ফলপ্রসূতা এবং কার্যকারিতার পাশাপাশি এ কেন্দ্রে ন্যায্যতা, দ্র¦ত কর্ম সম্পাদন অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি, শুদ্ধাচার, উদ্ভাবন এবং জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করা হয়।

         

অবস্থানঃ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি

          নাগরিক জীবনের কোলাহলমুক্ত, রাজধানী ঢাকা থেকে ২৮ কিলোমিটার দূরে অপরূপ প্রকৃতিক সৌন্দর্য সমূদ্ধ এ কেন্দ্রের অবস্থান। সবুজ প্রাকৃতিক পরিবেশ, মনোহর বৃক্ষরাজি, পাখির কল-কাকলী, মিনি চা বাগান, ভেষজ বৃক্ষের উদ্যান, সুনির্মিত অবকাঠামো বিপিএটিসি’র অন্যন্য বৈশিষ্ঠ্য। দেশের জনপ্রশাসনের স্বনামধন্য ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠানের সঙ্গে আত্মিক বন্ধনে আবদ্ধ।

 

কার্যাবলী:

          প্রতিষ্ঠা লগ্ন হতে বিপিএটিসি সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানে নিরলস কাজ করে যাচ্ছে। সিভিল সার্ভিসের নব নিয়োগপ্রাপ্ত সদস্য থেকে সর্বাচ্চ পদাধিকারীদের জন্য এখানে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। কেন্দ্র কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কোর্সের মধ্যে রয়েছে সিভিল সার্ভিসের নবীন সদস্যদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (Foundation Training Course-FTC), উপসচিব, পুলিশ এবং সশস্ত্র বাহিনীরি সমপর্যায়ের সদস্যদের জন্য উচ্চতর প্রশাসন ও উন্নয়ন কোর্স (Advanced Course on Administration and Development-ACAD) এবং যুগ্ম সচিব ও পুলিশ, সশস্ত্র বাহিনীর সমপর্যায়ের সদস্যদের জন্য আয়োজন করা হয় সিনিয়র স্টাফ কোর্স (Senior Staff Course-SSC)। অতিরিক্ত সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় Policy Planning and Management Course (PPMC)।

 

          সরকারের বিভিন্ন নীতিমালা, কর্মসূচি, আইন-কানুন, সংস্কার ইত্যাদি সম্পর্কে প্রজাতন্ত্রের কর্মচারীদের অবহিত এবং সচেতন করার জন্য বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। এছাড়া, প্রত্যাশী প্রতিষ্ঠানসমূহের অনুরোধে তাদের কর্মচারীদের জন্য বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (Special Foundation Training Course –SFTC) পরিচালনা করা হয়। বর্তমানে দেশের চারটি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনায় আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি) রয়েছে। বাকী বিভাগীয় শহরগুলোতে আরপিএটিসি প্রতিষ্ঠার কাজ বর্তমানে চলমান। আঞ্চলিক কেন্দ্রগুলোতে মূলতঃ বিভাগীয় পর্যায়ের কর্মচারী এবং অধস্তন কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। বিপিএটিসি’র প্রশিক্ষণের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকে গুরুত্ব প্রদান করা হয়। প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীবৃন্দকে কেন্দ্র কর্তৃক নির্ধারিত শিষ্টাচার, আচরণ বিধি, ড্রেস কোড, টেবিল ম্যানার ইত্যাদি বাধ্যতামূলকভাবে মেনে চলতে হয়।

 

মূল প্রতিপাদ্য (Main Theme)

          কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিতামূলক জনপ্রশাসন বিনির্মাণ (Building effective including and accountable public administration system)

 



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon